শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

৪৩তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

আপডেট : ২০ মে ২০২৫, ১৩:০০

শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘এ–সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছে। প্রধান উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছেন তারা। সেখান থেকে ইতিবাচক কিছু এলেই গেজেট হয়ে যাবে। ঠিক কখন আসবে ফাইল তা বলা কঠিন।’

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইত্তেফাক/এটিএন