রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

শিল্পীদের অযথা হয়রানি ঠেকাতে দু্ই উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলেন জায়েদ খান

আপডেট : ২০ মে ২০২৫, ১৬:১০

‘যে শিল্পীরা দেশের প্রতিনিধিত্ব করে, সেই শিল্পীদের হয়রানি করা হচ্ছে। এটা একেবারে উদ্দেশ্যমূলক। কোথাকার কোন জেলার এক ব্যক্তি এসে একজন নায়ক কিংবা নায়িকার বিরুদ্ধে মামলা করলো, অমনি মামলা নিয়ে নেওয়া হলো। কেন এভাবে মামলা নেওয়া হচ্ছে?’ কথাগুলো বলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। শিল্পীদের অযথা হয়রানি ঠেকাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেতা।
 
বেশ কিছুদিন যাবত জায়েদ খান নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে ইত্তেফাক ডিজিটালের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে জায়েদ খান বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমার বিশ্ববিদ্যালয়ের স্যার। তাকে আমি ‘স্যার’ সম্বোধন করি। তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শিল্পীদের যেন কোনো হয়রানি না করা হয় এ বিষয়ে আপনি দেখবেন স্যার। কেননা আপনি একজন শিল্পমনা মানুষ, আপনি জানেন প্রকৃত শিল্পীরা কখনো অন্যায় করে না। অহেতুক যেন আর একটা শিল্পীকেও হয়রানি না করা হয়।’

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

এসময় জায়েদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীরও দৃষ্টি আকর্ষণ করেন। এই অভিনেতা বলেন, ‘ফারুকী ভাই, আপনি নিজে একজন শিল্পী মানুষ। শিল্পের সঙ্গেই আপনার বসবাস, তাই আপনি বিষয়টা খুব ভালো করে বোঝেন।’

সংস্কৃতি উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘দেখেন নুসরাত ফারিয়া আন্দোলনের সময় কানাডায় ছিল, আমার সঙ্গে পারফর্ম করেছে। আমাকেও মামলার আসামি করা হয়েছে। আপনি তো জানেন আমি আন্দোলনের বহু আগে থেকে আমেরিকায়। কিভাবে এসব মামলা হয়, আর এসব মামলায় গ্রেপ্তারও করা হয়?’ 

এই অভিনেতা বলেন, ‘যেসব শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তাদের টার্গেট করা হচ্ছে।’ দু্ই উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই অপচেষ্টা ঠেকানোর আহ্বান জানিয়েছেন দুইবারের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন