সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রাজশাহী বিশ্ববিদ্যালয়

জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ চার শিক্ষার্থীর নামে সেই শিক্ষকের মামলা

আপডেট : ২২ মে ২০২৫, ০৯:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ চার শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে। ফিন্যান্স বিভাগের সেই শিক্ষক হেদায়েত উল্লাহ বাদী হয়ে এই মামলাটি করেছেন।

মঙ্গলবার (২০ মে) রাতে এই মামলার তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

তিনি জানান, চেম্বারে ঢুকে হুমকিধমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে নাজমুস সাকিব, সুমন, সাজ্জাদ ও আতাউল্লাহ নামে চার ছাত্রের নামে মামলা করা হয়েছে। এর মধ্যে দুইজন ছাত্র সাংবাদিকতার সঙ্গে জড়িত। অভিযোগ যাচাই- বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার অভিযুক্তরা হলেন— গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও খবরের কাগজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুল ইসলাম সুমন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ হোসেন সজীব এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ, আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব তাহমিদ।

অভিযুক্ত নাজমুস সাকিব ও আতাউল্লাহর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। মামলার বাদী হেদায়েত উল্লাহ বলেন, ‘আমি গতকাল চার জনের নামে মামলা করেছি। এর আগেও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছি। আমার শিক্ষার্থীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপবাদ তারা চারজন দিয়েছেন এবং আমার কাছ থেকে তিন লাখ দুই হাজার পাঁচশ টাকা হাতিয়ে নিয়েছেন সেই প্রতিবাদে মামলা করেছি।’

গত ১৪ মে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ফিন্যান্স বিভাগের শিক্ষক হেদায়েত উল্লাহ তার চেম্বারে এক ছাত্রীর সঙ্গে অবস্থান করছেন। ছাত্রী মাথায় কাপড় পেঁচিয়ে নিজেকে আড়াল করছেন। শিক্ষকও ক্যামেরা থেকে নিজেকে আড়ালের চেষ্টা করছেন। এ ঘটনার পর নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।

ইত্তেফাক/এপি