মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতের সেনা নিহত

আপডেট : ২২ মে ২০২৫, ১৭:৫২

কাশ্মীরের কিশতওয়ার এলাকায় বৃহস্পতিবার (২২ মে) অভিযান চালানোর সময় সশস্ত্র সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলমান, ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। আমাদের একজন সাহসী যোদ্ধা গোলাগুলির সময় গুরুতর আহত হন এবং সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা গেছেন।

কর্মকর্তাদের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, তিন থেকে চার জন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ নিরাপত্তা বাহিনী একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO) শুরু করে।

বার্তা সংস্থা আইএএনএসকে একজন কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার জন্য এবং তারা যাতে পালাতে না পারে - সেজন্য ঘেরাও করা হয়েছিল। যৌথ বাহিনী কাছাকাছি আসার সাথে সাথে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। এর ফলে সংঘর্ষ শুরু হয় এবং এখনও সংঘর্ষ চলছে। তিন থেকে চারজন জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী লুকিয়ে আছে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স-পোস্টে এই অভিযানের নামকরণ করেছে 'অপ ত্রাশি' বা 'অপারেশন ত্রাশি'।

তাদের এক্স-পোস্টে বলা হয়, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের নিরপেক্ষ করার জন্য অভিযান চলছে।

ইত্তেফাক/এসকে