সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাত দিনে ১২১ বাংলাদেশিকে আটকের দাবি দিল্লি পুলিশের

আপডেট : ২৩ মে ২০২৫, ১৮:০৪

অভিযান চালিয়ে গত সাত দিনে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসকারী ১২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

পুলিশের দাবি, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিএসপি বালসান জানিয়েছেন, আটককৃতদের বেশিরভাগই বস্তিতে বসবাস করছিল। তাদের কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ব্যক্তিদের যাচাইকরণ কার্যক্রম চলছে। অনেকেই পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তাই সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যম এএসআই’র ডিএসপি বালসান জানান, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর ৮৩১ জনকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছিল। তাদের মধ্যে ১২১ জনতে গত এক সপ্তাহে আটক করা হয়। তাদের বাংলাদেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে। 

ইত্তেফাক/এমএএস