শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

যাত্রীবাহী লঞ্চে মিললো হরিণের এক মণ মাংস, আটক ২

আপডেট : ২৮ মে ২০২৫, ১৭:০৯

ভোলার ইলিশায় অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২৮ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।

আটকরা হলেন- মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)।  তারা দুজনই ভোলা জেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টায় কোস্টগার্ড ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘তাশরীফ-১’ এ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ সময় মাংস পাচারে জড়িত থাকায় ২ জনকে আটক করা হয়। 

সবশেষ জব্দ করা হরিণের মাংস ও আটকদের ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। টহলের কারণে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। এ অভিযান চলমান থাকবে। জব্দকৃত মাংস ও আটকদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এপি