বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

উত্তরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকার বাসিন্দা ও মিয়া বক্সের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, হাসিনা সরকারের সময়ে নজরুল ইসলাম এলাকায় সন্ত্রাসী, ভূমিদস্যুতা ও নানা অপরাধে জড়িত ছিলেন।

৫ আগস্ট সরকার পতনের পর সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি নজরুল আবার এলাকায় ফিরে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ বুধবার নজরুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমএস