শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

লড়াই শেষে নিজের গানের স্বত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত টেইলর

আপডেট : ৩১ মে ২০২৫, ১৮:৪১

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তার সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। গায়িকার প্রথম ছয়টি অ্যালবামের সবগুলো গানের মালিক এখন তিনি! নিজের গানের মালিকানা ফিরে পেতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে ৩৫ বছর বয়সী এই গায়িকাকে।

শুক্রবার (৩০ মে) টেইলর সুইফট তার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তার প্রথম ৬টি অ্যালবামের স্বত্ব তিনি ফিরে পেয়েছেন। যেগুলো প্রকাশ হয়েছিলো ‘স্কুটার ব্রন ড্রামা’ নামের একটি প্রতিষ্ঠান থেকে। শুধু ৬টি অ্যালবামই নয়, এই প্রতিষ্ঠানে থাকা টেইলরের কনসার্ট ভিডিও, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া জমা থাকা গানগুলোরও স্বত্ব ফিরিয়ে নিয়েছেন তিনি।

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে তার ভক্তদের উদ্দেশ্যে একটি হাতে লেখা চিঠি শেয়ার করেছেন এই সংগীতশিল্পী।

সেখানে তিনি লিখেছেন, ‘হাই! আমি আমার চিন্তাভাবনাগুলিকে গুছিয়ে একটা নির্দিষ্ট স্থানে একত্রিত করার চেষ্টা করছি। মন কেবল এই খবরটি আপনাদের জানাতে চাচ্ছে। এ খবর জানাবার জন্য কতবার স্বপ্ন দেখেছিলাম। কী তীব্রভাবে অপেক্ষা করেছি এটার জন্য। আমি খুব চেষ্টা করেছি এই দিনটির জন্য। যখনই এই স্বপ্নের কাছে গেছি, তখনই আমি আশাহত হয়েছি এবং ভেঙে পড়েছি। বলা যায় মূলা ঝুলিয়ে দূরে সরিয়ে দেওয়ার ২০ বছর পর, আমি প্রায় ভাবা বন্ধ করে দিয়েছিলাম যে, এমন ঘটনা কখনও ঘটতে পারে। কিন্তু এখন সেসব অতীত!’

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

এরপর সুইফট লিখেছেন, ‘আমি যখন থেকে জানতে পেরেছি যে, এটি সত্যিই ঘটছে তখন থেকেই আমি আনন্দের অশ্রুতে ফেটে পড়ছি। আমি সত্যিই এই কথাগুলি বলতে পারি এখন, আমি যে গান তৈরি করেছি, এখন সেগুলো শুধুই আমার!’

তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

এদিকে, ‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার ও প্রযোজক স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তার পুরনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি ‘স্কুটার ব্রন ড্রামা’ থেকে প্রকাশিত ৬টি অ্যালবাম তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যার সফলতা এলো এবার। সেই ধারাবাহিকতায় ‘টেইলর ভারসন’ নামে ‘ফিয়ারলেস’, ‘রেড’, ‘স্পিক নাউ’ এবং ‘১৯৮৯’ নামের অ্যালবামগুলো পুনরায় রেকর্ড ও প্রকাশ করেন টেইলর।

  টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন। ৩০ মে টেলর তার প্রকাশিত চিঠিতে লিখেছেন যে, তিনি ইতিমধ্যেই প্রথম অ্যালবামটি সম্পূর্ণরূপে পুনরায় রেকর্ড করেছেন।

ইত্তেফাক/এসএ