শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কনকাশন বদলির নিয়মে পরিবর্তন, কার্যকর বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে

আপডেট : ৩১ মে ২০২৫, ১৮:৫৫

ক্রিকেট খেলার সময় কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তার জায়গায় একই রকম কোনো খেলোয়াড়কে নামানো হয়। যেটাকে ক্রিকেটের নিয়মে কনকাশন সাব বলা হয়। এ নিয়মে কিছুটা পরিবর্তন আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার মতোই কাউকে (লাইক টু লাইক) নামাতে পারবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার খেলবে। তবে এতদিন একাদশের বাইরে থেকে কে বিকল্প হবেন সেটা নির্ধারিত থাকতো না।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে পাঁচজন বিকল্প ক্রিকেটারের তালিকা ম্যাচ রেফারির কাছে দিতে হবে। এ তালিকায় থাকবে একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেস বোলার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

তবে যদি বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান, সে ক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকেও একজন ‘লাইক-ফর-লাইক’ খেলোয়াড়কে অনুমোদন দিতে পারবেন।

টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম কার্যকর হবে ১৭ জুন ২০২৫, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে গল টেস্ট দিয়ে। বাকি দুই ফরম্যাটেও এই নিয়ম কার্যকর হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।

ইত্তেফাক/জেডএইচ