বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবিতে এসে ঘুরে দেখেছেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিসিবির অ্যাকাডেমির পাশাপাশি ইনডোর ও অন্যান্য বিষয়েও খোঁজ নিয়েছেন। বিসিবির সভাপতি হয়েই তিনি দেশের ক্রিকেটের অগ্রগতির পেছনে আম্পায়ারদের বড় ভূমিকা রাখতে হবে। সেটি ছাড়া ক্রিকেট লক্ষ্যবস্তুতে পৌঁছাবে না।
এজন্যই হয়তো এই বিভাগ নিয়ে বেশি সচেতন আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, টি-টোয়েন্টির মতো দ্রুত গতিতে তিনি এগিয়ে যেতে চান। সেই কাজের প্রমাণ দিতে চান। সেজন্য কালক্ষেপণ না করেই কাজ শুরু করে দিয়েছেন। বিসিবির ওপরে যে অভিযোগের পাহাড় জমে আছে, সেগুলো সরানোর দায়িত্ব এখন তার কাঁধে। সকলকে নিয়ে সেই পথে এগিয়ে যেতে চান। গতকাল বিসিবিতে বোর্ড সভাও করেছেন।
বিসিবিতে বুলবুলের শুরুটা হলো অনেকটা রাজনৈতিক ভঙ্গিতে। পরিচালক ইফতেখার আহমেদ মিঠুর গাড়িতে চেপে শুক্রবার বিসিবি প্রাঙ্গণে পৌঁছালে বাইরে থেকে আসা অনেকে স্লোগান দিয়ে বরণ করেছেন, 'বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।' গতকালও তার পেছনে ছিলেন ক্রিকেট পাড়ার অনেক অখ্যাত মুখ। যেন কোনো রাজনৈতিক নেতা তার নির্বাচনী এলাকায় পৌঁছে জনসংযোগ করছেন!
তবে বুলবুল সেটি করেননি, নিজের কাজটাই করেছেন। কোথায় কী আছে, কীভাবে আছে সেগুলো নিজের চোখে দেখে নিয়েছেন। বোর্ড প্রধান হিসেবে এটি তার দায়িত্ব। যে লক্ষ্য নিয়ে এসেছেন, সেটিকে বাস্তবায়ন করার জন্য এটিই প্রথম পদক্ষেপ। তবে তার পেছনে যে অখ্যাত মুখগুলো রয়েছে, সেটি বিসিবিতে নতুন না। এর আগেও ফারুক আহমেদ কিংবা নাজমুল হাসান পাপনের সময়েও এমনটি দেখা গেছে। তবে এসবে কান বা নজর দেওয়ার মতো মানুষ নন বুলবুল।
ক্রিকেটের অবনমনের যে অভিযোগ এনে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমান সভাপতি সেই দিকেই সবার আগে নজর দিয়েছেন। কীভাবে বিসিবির সুনাম ফিরিয়ে আনা যায়, কীভাবে দর্শকদের আবারও আকৃষ্ট করা যায়, সেদিকেই দিকনির্দেশনা দিয়েছেন অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল। বোর্ড সভা শেষে এমনটিই জানিয়েছেন বিসিবি পরিচালক মিঠু। এছাড়া কীভাবে এগিয়ে যাবেন, সেটি নিয়েও আলোচনা করেছেন বিসিবি সভাপতি।
বোর্ড সভার আগে গতকাল আম্পায়ার্স কমিটির সভাতেও অংশ নিয়েছেন বুলবুল। দেশের ক্রিকেটের অগ্রগতির পেছনে আম্পায়ারদের বড় ভূমিকা রাখতে হবে। সেটি ছাড়া ক্রিকেট লক্ষ্যবস্তুতে পৌছাবে না। এজন্যই হয়তো এই বিভাগ নিয়ে বেশি সচেতন আমিনুল ইসলাম বুলবুল। চীন, আফগানিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে। তাতে ভর করেই সামনের দিনে বোর্ড সাবলীলভাবে এগিয়ে যাবে, এমনটিই মনে করছেন বিসিবির পরিচালকরা।