ফ্যাশনপ্রেমী নারীদের জন্য সুখবর! বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হুর এখন ধানমণ্ডিতে তাদের নতুন আউটলেট নিয়ে হাজির। হুর সবসময় কাজ করে ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্যবাহী ডিজাইন, রঙ এবং প্রকৃতির অনুপ্রেরণায়। এই ব্র্যান্ডের পোশাকগুলো তাদের ইউনিক নকশা ও মানসম্মত কাপড়ের জন্য পরিচিত।
এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা মরহুম মো. নুরুল ইসলামের দূরদর্শী পরামর্শ ও দিকনির্দেশনায়। তারই অনুপ্রেরণায়, তাঁর যোগ্য উত্তরসূরি ও যমুনা গ্রুপ-এর পরিচালক মিসেস সুমাইয়া রোসালিন ইসলাম ‘হুর’-এর আত্মপ্রকাশ ঘটান, যার লক্ষ্য ছিল বাংলা নারীদের জন্য আধুনিকতা, ঐতিহ্য ও প্রকৃতির এক মেলবন্ধন তৈরি করা।
মিসেস সুমাইয়া রোসালিন বলেন, ‘একবার কেউ হুর-এর পোশাক পরলে, সে Hoor-এর ফ্যান হয়ে যায়। আমরা বিশ্বাস করি, আমাদের প্রতিটি পোশাকে একজন নারীর আত্মবিশ্বাস ও স্টাইলের প্রকাশ ঘটে।’
এদিকে ঢাকার যমুনা ফিউচার পার্ক-এ অবস্থিত হুর-এর ফ্ল্যাগশিপ আউটলেট এরই মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে, এবং এখন ধানমণ্ডির নতুন শাখাও যুক্ত হলো এই সফল যাত্রায়। খুব শিগগিরই বনানী, এবং ওয়ারীতে আরও দুটি নতুন আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।
হুর –এর পক্ষ থেকে বলা হয়, যারা সরাসরি স্টোরে আসতে পারেন না, তাদের জন্য রয়েছে অনলাইন অর্ডারের সুবিধা, হুর-এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে খুব সহজেই পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। আপনার নিকটস্থ আউটলেটে চলে আসুন, আর অনুভব করুন ফ্যাশন, রঙ ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন- শুধুই হুর-এ।