রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালুর চুক্তি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০০:১৩

শিক্ষার্থী ফিস থেকে শুরু করে আর্থিক বিভিন্ন লেনদেনকে আরও সহজ-সাবলিল ও যুগোপযোগী করার লক্ষ্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ক্যাম্পাসে সিটি ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং চালু করা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানী উত্তরার ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসি’র স্মল ও মাইক্রোফাইনান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেসের ডিএমডি অ্যান্ড হেড কামরুল মেহেদি, এজেন্ট ব্যাংকিংয়ের হেড মো. মহিবুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের চ্যানেল ডেভলপমেন্ট হেড চন্দন কুমার নাগসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, বিশ্ববিদ্যালয়ের ডেজিগনেটেড ট্রেজারার প্রফেসর মো. সোহেল মোস্তফা, ফ্যাকাল্টি অব হিউম্যানেটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন সাহিত্যিক প্রফেসর সৈয়দ আজিজুল হক, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের পরিচালক আবু নাইম আহমেদ আলী, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর কনসালটেন্ট ওয়ালিদ মোর্শেদ ও হিসাব বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানীত অতিথি ও কর্মকর্তা শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তাদের বিভিন্ন ফিসসহ দৈনন্দিন সকল লেনদেনকে সহজ সাবলির করার লক্ষ্যে উন্নত ব্যাংকিং হাতের নাগালে রাখতে সার্বিক সহযোগীতা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে উভয় প্রতিষ্ঠানের সহযোগিতায় ব্যাংকিং সংক্রান্ত আধুনিক সকল সুযোগসুবিধা ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিতে নিশ্চিত করার ব্যপারে সহমত পোষণ করেন। সবশেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এএইচপি