শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ ১৫ আমল

আপডেট : ০৬ জুন ২০২৫, ১৬:৩০

আকাশে এ্রখন জিলহজ মাসের চাঁদ। এ মাসের দশম দিন শনিবার (৭ জুন) দেশে উদ্‌যাপিত হবে ঈদুল আজহা। এটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। ঈদুল আজহা মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে, মান-অভিমান বিসর্জন দিয়ে একতা, সমদর্শিতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের দিন। যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার পবিত্র উপলক্ষ।

ঈদুল আজহা কীভাবে পালন করতে হবে, ঈদের দিন কীভাবে কাটাতে হবে তা নিয়ে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা। জেনে নেওয়া যাক ঈদুল আজহার দিন পালনীয় বিষয়গুলো হলো—

১. সকাল সকাল গোসল করে নেওয়া।

২. সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা।

৩. সুগন্ধি মাখা।

৪. ঈদগাহে যাওয়ার আগে পানাহার না করা।

৫. ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া।

৬. আগে আগে ঈদগাহে যাওয়া।

৭. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

৮. ধীর পায়ে ঈদগাহে যাওয়া।

৯. ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে এই তাকবির পড়া—‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা–ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ অর্থ: ‘আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য।’

১০. ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা।

১১. এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা।

১২. অপর মুসলমানকে উক্ত বাক্য বলে শুভেচ্ছা জানানো, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’ অর্থ: ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের কবুল করুন।’

১৩. ঈদের নামাজের পর কোরবানি করা।

১৪. কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া।

১৫. কোরবানির মাংস আত্মীয়-স্বজন, গরিব-অসহায় ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে ভাগাভাগি করে খাওয়া।

ইত্তেফাক/এমএস