শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হলো বরিশালে

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:১১

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

সকাল থেকেই ঈদ জামাতে অংশগ্রহণ করতে দলে দলে ঈদগাহে প্রবেশ করতে শুরু করেন মুসল্লিরা।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কায়ছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা প্রধান জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। 

প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ছাড়াও নগরী ৫০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই দরবার শরীফে এবং দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয় উজিরপুরের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে।

ইত্তেফাক/এমএস