রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

যশোরে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের দ্বিতীয় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ০৯ জুন ২০২৫, ১৩:৩০

যশোর জেলার বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে ঈদ পূনর্মিলনী, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জুন) বিকাল সাড়ে তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই প্রধান শিক্ষক আব্দুল হালিম এবং আব্দুস শহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান প্রধান শিক্ষক মধূসুদন দত্ত। প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সচিব, সাংবাদিক, আইনজীবী, সরকারি কলেজের শিক্ষক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিকাল তিনটায় জোড়-বিজোড় ব্যাচের ফুটবল টুর্নামেন্ট ও বালিশ খেলা দিয়ে ক্রীড়া অনুষ্ঠান শেষ হয়। সন্ধ্যায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০০১ সাবেক শিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম।

ইত্তেফাক/এএম