শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। আগের দুই চক্রের হতাশা ভুলে এবার ভালো কিছু করতে চায় টাইগাররা। তবে এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার মতো স্বপ্ন দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (১২ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক। বাংলাদেশ কবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এমন প্রশ্নে শান্ত বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। ছোট পদক্ষেপে এগিয়ে যেতে চাই।’
শান্ত আরও বলেন, ‘চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মাত্র এক ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা চারটি ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। টার্গেট থাকবে যে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে যেন পারি। আমরা যদি এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না? বাংলাদেশ দলও একদিন ফাইনাল খেলবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হলো, আমরা সামনের দুই বছরে মধ্যে গত বছরের থেকে কতটা ভালো ফল করছি।’
ঘরের মাঠে জয় পেতে হবে উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদেরকে ঘরের মাঠে জিততে হবে। আমরা শেষ চক্রে ঘরের মাঠে খুবই বাজে ক্রিকেট খেলেছি। যদি ঘরের মাঠে জিততে পারতাম, তাহলে আমরা হয়তো আরও দুই-তিনটি ম্যাচে জয় পেতাম। চিন্তা তো ওখানেই যে ঘরের মাঠে আমরা কীভাবে টেস্ট জিততে পারি। যখন ম্যাচ হবে, তখন নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে হবে। বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাসটা আমাদের কাজে দেবে। আমরা যদি এই বছর বাইরে ভালো কিছু করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আরও ভালো ফল হবে।’