রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী

আপডেট : ১২ জুন ২০২৫, ২১:১৫

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বিশ্বাষ কুমার রমেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বেঁচে যাওয়া এই ব্রিটিশ নাগরিক বিমান দুর্ঘটনার সময়ের শেষ মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন।

হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্বাস কুমার রমেশকে। ছবি: সংগৃহীত

রমেশ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, 'উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পর একটি বিকট শব্দ হয়। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল।'

প্রতিবেদন অনুসারে, রমেশ ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। পরিবারের সাথে দেখা করতে কয়েকদিন ভারতে ছিলেন। তার বুকে, চোখে এবং পায়ে ক্ষত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলছিলেন, 'আমি যখন উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে মৃতদেহ পড়ে ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি উঠে দাঁড়িয়ে দৌড়েছিলাম। আমার চারপাশে বিমানের টুকরো পড়ে ছিল। এরপর কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেল।'

ভারতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটি। ছবি: সংগৃহীত

রমেশ তার ৪৫ বছর বয়সী ভাই অজয় ​​কুমারের সঙ্গে যুক্তরাজ্যে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বিমানে তার ভাইকে তাকে অন্য কোথাও বসানো হয়েছিল।

বেঁচে যাওয়া রমেশ আরও বলছিলেন, 'আমরা দিউয়ে (ভারতের শহর) গিয়েছিলাম। তিনি (ভাই অজয় ​​কুমার) আমার সাথেই ভ্রমণ করছিল। আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করুন।'

এদিকে, আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেছেন, পুলিশ ১১-এ সিটে একজনকে জীবিত অবস্থায় পেয়েছে। তিনি হাসপাতালে আছেন, চিকিৎসা চলছে।'

ইত্তেফাক/এসকে