বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

লন্ডনে স্বামীর কাছে যাওয়া হলো না খুশবুর, সেই বিমানেই সব শেষ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:১৬

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির নিহতের তালিকায় রয়েছে খুশবুর নাম। তার পুরো নাম খুশবু রাজপুরোহিত। রাজস্থানের নববিবাহিত খুশবু লন্ডনে যাচ্ছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে।

খুশবুর বাড়ি রাজস্থান রাজ্যের বালোতারা জেলার আরাবা গ্রামে। গত জানুয়ারিতে মানফুল সিংয়ের সঙ্গে খুশবুর বিয়ে হয়। বিপুল লন্ডনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। বিয়ের পর এবার প্রথমবারের মতো স্বামীর সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন খুশবু। কিন্তু তা আর হলো না।

বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজে খুশবুসহ রাজস্থানের ১১ আরোহী ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন বাঁশওয়াড়ার, চারজন উদয়পুরের, একজন বালোত্রার এবং আরেকজন বিকানের জেলার শ্রীদুঙ্গারগড় এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু।

লন্ডনে স্থায়ী হওয়ার স্বপ্ন ছিল প্রতীক জোশির। সেই স্বপ্ন পূরণে ২০১৬ সালে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তিনি। ছয় বছর ধরে সেখানেই সফটওয়্যার পেশাজীবী হিসেবে কাজ করছিলেন। ভারতে ছিলেন তার স্ত্রী চিকিৎসক কামিনী জোশি ও তাদের তিন সন্তান। অনেক দিনের স্বপ্নপূরণের লক্ষ্যে কামিনী সম্প্রতি চাকরি ছেড়ে স্বামী ও সন্তানদের নিয়ে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই স্বপ্নযাত্রাই শেষ হয়ে গেল উড়োজাহাজ দুর্ঘটনায়। প্রতীক ও কামিনিসহ তাদের দুই ছেলে ও এক মেয়ে সবাই মারা গেছেন। পুরো বাঁশওয়াড়া শহর ও কামিনির কর্মস্থল উদয়পুর মেডিকেল কলেজে নেমে এসেছে শোকের ছায়া।

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই উড়োজাহাজের ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। যদিও পরে একজন যাত্রীকে জীবিত উদ্ধার করার কথা জানা যায়।

উড়োজাহাজটির পাইলট ও ক্রু ছাড়া মোট ২৩০ যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

 

ইত্তেফাক/এনএন