রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন তাহসিন

আপডেট : ১৩ জুন ২০২৫, ১৩:৩৬

শ্রীলঙ্কার কলোম্বোতে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। সাত রাউন্ডের এই প্রতিযোগিতায় ৬ পয়েন্ট অর্জন করে তিনি শিরোপা জয় করেন। তাহসিন সমান পয়েন্ট নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার সঙ্গে টাই করেন। পরে টাইব্রেকিং পদ্ধতিতে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করেন তরুণ বাংলাদেশি দাবাড়ু। ফলে রানার-আপ হতে হয় শ্রীলঙ্কার দাবাড়ু ডি সিলভাকে। গত বুধবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

এই আন্তর্জাতিক র‍্যাপিড দাবা প্রতিযোগিতায় স্বাগতিক শ্রীলঙ্কার ৪০ জনের বেশি দাবাড়ুর সঙ্গে অংশ নেন ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও মালদ্বীপের খেলোয়াড়রাও। র‍্যাপিড দাবার সংক্ষিপ্ততম এক ফরম্যাট। স্বল্প সময়ের মধ্যে একদিনেই একাধিক রাউন্ড খেলা হয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। তাহসিন সাত রাউন্ডের মধ্যে পাঁচটিতে জয় ও দুটোতে ড্র করেছে। র‍্যাপিড দাবায় বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ পাঁচ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। এছাড়া মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন।

এর আগে শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট খেলতেই মূলত বাংলাদেশের তিন পুরুষ ও এক মহিলা দাবাড়ু গিয়েছিলেন। ওই প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার নবম ও ফিদে মাস্টার সাজিদ ১৯তম হয়েছিল আর মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ হন ১৬তম।

এ দিকে ভিয়েতনামের কুয়াংয়ের হা লং সিটিতে অনুষ্ঠিত ২য় কুয়াং নিন গ্র্যান্ড মাস্টার-২ দাবা প্রতিযোগিতায় রানার-আপ হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। তিনি ১০ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। এই টুর্নামেন্টে থাইল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার লাওহাউইরাপাপ প্রিন সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ৫টি দেশের ৩ জন গ্র্যান্ড মাস্টার ও ৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৬ জন খেলোয়াড় ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/জেডএইচ