গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত ৯৭ জনের ৭৪ জন বরগুনার জেলার বাসিন্দা। শুক্রবার (১৩ জুন) সকালে তাদের বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছর বরিশালে ডেঙ্গুতে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জনই বরগুনা জেলার।
ডেঙ্গুর প্রভাব বিস্তার ঠেকাতে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গুরুত্বপূর্ণ অশিংজনদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলছে বরগুনায়।
বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৫৮৩ জন। এর মধ্যে বরগুনা জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪১০ জন। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২৩৮ রোগী। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা সদর হাসপাতালে ৭৪ জন, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২১ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছে। তবে ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার সরকারি হাসপাতালগুলোতে কেউ ভর্তি হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৩ জন।
বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংখ্যা বাড়ানো হয়েছে, আরও বৃদ্ধি করা হবে। আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। রোগী রোগ থেকে নিজেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।