শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কুমিল্লা সীমান্ত দিয়ে ২৮ লাখ টাকা ভারতে পাচারের চেষ্টা, আটক ১

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:০৩

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)’র অভিযানে হুন্ডির ২৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসব টাকা ভারতে পাচারকালে উদ্ধার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

শনিবার (১৪ জুন) কুমিল্লা-১০ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে জেলার সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার বিজিবির পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব টাকা উদ্ধার করা হয়। 

এ সময় বিজিবির টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণপুর নামক স্থানে বাংলাদেশি নগদ টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচারকালে ফোরকান উদ্দিনকে (৩৫) আটক করে। তার কাছ থেকে হুন্ডির ২৮ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ফোরকান জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভুমি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় একটি সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হুন্ডির মাধ্যমে  ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে  হুন্ডির টাকা পাচার করতে দুই দেশের সীমান্তে বেশ কিছু সিন্ডিকেট সক্রিয় আছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতের টাকা পাচারের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/এপি