বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পরমাণু স্থাপনায় হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ: জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে এলবারাদেই

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৬:০৮

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহামেদ এলবারাদেই বলেছেন, 'নির্দিষ্ট লক্ষ্য করে পরমাণু স্থাপনায় হামলা জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকলের ৫৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ।'

১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইএইএ-র নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী কূটনীতিক জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এক্স পোস্টের জবাবে এই মন্তব্য করেন। সেখানে জার্মান মন্ত্রী লিখেছিলেন, 'ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে।'

জবাবে এলবারাদেই তার এক্স অ্যাকাউন্টে লেখেন, 'স্যার, কেউ কি আপনাকে জানিয়েছেন যে "পারমাণবিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা" জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকলের ৫৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ, যার অংশীদার জার্মানি নিজেই? পাশাপাশি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ সাধারণভাবে জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ, যদি না আত্মরক্ষার অধিকার প্রয়োগ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন অনুযায়ী সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয় থাকে। আপনার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালাগুলো একটু জেনে নেওয়া উচিত…'

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর একযোগে 'অপারেশন রাইজিং লায়ন' নামক এ অভিযান চালিয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে। একইসঙ্গে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। 

ইত্তেফাক/এনএ