তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। শনিবার লাইভ প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
এর আগে শুক্রবার (১৩ জুন) জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলি হামলার প্রথম ধাপে ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা এখনো ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করছে।
মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাতভর ইহুদিবাদি সরকার তেহরান এবং এর কাছাকাছি, পাশাপাশি ইরানের অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। হামলার সময় আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ইসরায়েলি বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপরও হামলা চালায়। এই হামলায় নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।