মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরান-ইসরায়েল সংঘর্ষ থামানোর আহ্বান ভারতের

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:২৯

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। একইসঙ্গে আন্তর্জাতিক মহলকেও এ লক্ষ্যে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে দেশটি।

শনিবার (১৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের প্রস্তাব দিয়েছেন।

তবে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা করে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) যে বিবৃতি দিয়েছে, ভারত সেখান থেকে দূরত্ব বজায় রেখেছে। এসসিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অসামরিক স্থাপনায় হামলায় বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এই হামলা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসসিও সদস্য রাষ্ট্রগুলোর কাছে ভারতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

এদিকে, পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতানিয়াহু মোদিকে ফোন করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

দুই নেতার মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসরায়েলকে বার্তা দিয়েছেন মোদি।

ইত্তেফাক/এনএন