ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘সকল ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা। যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থান করছেন, তাদেরকে অবিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না।’
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে প্রাণান্ত চেষ্টা চালান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান সংঘাতে মার্কিনিদের কাছে অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ জুন) ইংরেজিতে দেওয়া এক ভিডিও বার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমাদের শত্রু, আপনাদেরও শত্রু।’
গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান।
তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে।