বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:১৪

সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টি ও আগাম বন্যায় চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে চাঁপা পড়েছে। বিলের মধ্যে পানি জমে থাকায় নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের ফসল। 

খোঁজ নিয়ে জানা যায়, বিশেষ করে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল ঘেঁষা ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি, সরিষাবাড়ি ও পাড়িল গ্রামের কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 

চলনবিল ঘেঁষা গ্রামগুলো সরিষা উৎপাদনের জন্য পরিচিত। এবারও কৃষকেরা সরিষা তোলার পর জমিতে ব্রি ধান-২৯ জাতের আবাদ করেন। তবে সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টি ও আগাম বন্যায় এসব জমিতে পানি চলে এসেছে যার ফলে ধান কাটা ও মাড়াই নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রায় ২৫০ জন কৃষকের স্বপ্নের ফসল এখনও পানির নিচে। 

রোববার (১৫ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, চলনবিলের ওইসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা ভেলা কিংবা নৌকাযোগে তাদের জমির কিছু ধান বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখনো বৃষ্টির পানি থাকায় কিছু এলাকায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। চলনবিলের আশপাশ গ্রামের যেসব কৃষক নিজের ঘরেই ফসল সংরক্ষণ করতেন, তারাও ক্ষতির মুখে পড়েছেন।  

তবে পরিস্থিতি সামাল দিতে মাঠে কম্বাইন হারভেস্টর ও থ্রেসার মেশিনের মাধ্যমে ধানকাটা ও মাড়াইয়ের কাজ চলমান রয়েছে বলে জানান সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতিতে কৃষকের ক্ষতি না হয়, সে জন্য স্বল্পমেয়াদী ধানজাত চাষের পরামর্শ দেওয়া হয়েছে। আধুনিক কৃষি যন্ত্রপাতির সুবিধা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা কৃষকরা।

ইত্তেফাক/এএইচপি