শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বরিশাল বিভাগে একদিনে ১১৯ জনের ডেঙ্গু শনাক্ত

আপডেট : ১৬ জুন ২০২৫, ২১:১২

বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য-কমপ্লেক্সগুলোতে একদিনে ১১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় ৬৫ জন আক্রান্ত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল ৮ টার আগের ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২৩ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৬ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন। পিরোজপুরে ২ জন, বরগুনায় ৬৫, ঝালকাঠিতে ২ জন ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭ জন। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। 

মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার কামড় থেকে রক্ষা পেতে ব্যক্তি উদ্যোগে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি