সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

গাজায় ত্রাণ নিতে আসা জনতার ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫১

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮:৫৫

গাজার খান ইউনিসে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা জনতার ওপর ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও ড্রোন  হামলায়  অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি। খবর রয়টার্স। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী প্রথমে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ও পরে ট্যাংক থেকে শেল নিক্ষেপ করে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় নাসের হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে—অনেককে মেঝেতে শুয়েই চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, ঘটনায় অন্তত ৫১ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নেওয়া হয় বেসরকারি গাড়ি, রিকশা ও গাধার গাড়িতে করে।

চিকিৎসকরা আরও জানান, মঙ্গলবার (১৭ জুন) গাজা উপত্যকার অন্য জায়গায় ইসরায়েলি গুলিবর্ষণ ও বিমান হামলায় আরও অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ফলে দিনের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬৫ জনে।

এই ঘটনার মধ্য দিয়ে গত তিন সপ্তাহে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা আরও বেড়ে গেল। জাতিসংঘ এই পরিস্থিতিকে 'অমানবিক' আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইত্তেফাক/এএম/এমএম