মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

৩৫ বছর পর অস্কার পাচ্ছেন টম ক্রুজ

আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:৪৪

ক্যারিয়ারের প্রথম অস্কার ঝুলিতে ভরতে চলেছেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ। ৩৫ বছর আগে প্রথম অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ঠিকই, কিন্তু তখন ভাগ্য পক্ষে ছিলো বিশ্বের জনপ্রিয় এই অভিনেতার। 

অনেকেই মনে করছেন এক ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য অস্কার পাচ্ছেন টম ক্রুজ। অস্কার অ্যাকাডেমি এক ঘোষণায় জানিয়েছে, গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কারের জন্য নির্বাচন করা হয়েছে টম ক্রুজকে। তিনি ছাড়াও এই তালিকায় আরও রয়েছেন আরও কয়েক কিংবদন্তি শিল্পী, কোরিওগ্রাফার ডেবি অ্যালেন ও ‘ডু দ্য রাইট থিং’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং সংগীতশিল্পী ডলি পার্টন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে অস্কার অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘এই বছরের গভর্নরস অ্যাওয়ার্ডস চারজন সেরা মানুষকে তাদের অসাধারণ ক্যারিয়ার এবং বিনোদন জগতে অবদানের জন্য সম্মানিত করবে।’

অস্কারের তালিকায় অনেকে নির্বাচিত হলেও এই চারজনের অনেকেই এখনও অস্কার জেতেননি। টম ক্রুজ চারবার মনোনয়ন পেলেও তার ভাগ্যে জোটেনি অস্কার। তখন ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-সিনেমায় সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা। আবার ‘ম্যাগনোলিয়া’-তে সহ-অভিনয়শিল্পী হয়েও  অস্কার মনোনয়ন পেয়েছিলেন। এছাড়াও ‘টপ গান: ম্যাভেরিক’-এ সেরা ছবির জন্যও টম ক্রুজ মনোনীত হয়েছিলেন।

ইত্তেফাক/এসএ