বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েলবিরোধী পোস্ট নিয়ে পেন্টাগনের কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৪:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। পোস্টগুলোর কারণে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।

বিতর্কের কেন্দ্রে রয়েছেন কর্নেল নাথান ম্যাককরমাক। তিনি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের জে-৫ (স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরেট)-এর লেভান্ত ও মিসর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জুইশ নিউজ সিন্ডিকেট (জেএনএস) প্রথমে একটি রিপোর্টে দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি আংশিক ছদ্মনামে পরিচালিত অ্যাকাউন্ট থেকে ইসরায়েলবিরোধী কিছু মন্তব্য করা হয়েছে, যা কর্নেল ম্যাককরমাকের বলে ধারণা করা হচ্ছে। এরপরই মঙ্গলবার তাকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাককরমাক আর জয়েন্ট স্টাফে থাকবেন না। এ ছাড়া ওই অ্যাকাউন্টের বিষয়বস্তু ও প্রভাব বিশ্লেষণে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

জেএনএস ও মিডল ইস্ট আই-এর তথ্য অনুযায়ী, ওই পোস্টগুলোর একটিতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বাজে মিত্র’ বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ইহুদি-শ্রেষ্ঠত্ববাদী দুষ্টচক্রের’ অংশ হিসেবে অভিহিত করে অভিযোগ তোলা হয়, তিনি ও তার সমর্থকেরা ফিলিস্তিনিদের উৎখাত করে ‘এরেটজ ইসরায়েল’ প্রতিষ্ঠার মাধ্যমে জাতিগত নির্মূলের চেষ্টা চালাচ্ছেন।

ম্যাককরমাকের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০২৪ সালের জুনে জে-৫ ডিরেক্টরেটে তার বর্তমান পদে যোগ দেন।

এই বিতর্কিত পোস্টগুলো নিয়ে প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'এই মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না। আমাদের অংশীদারিত্ব ও বৈশ্বিক মৈত্রীর নীতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

মিডল ইস্ট আই জানিয়েছে, কিছু পোস্টে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তারা ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য আচরণে’ পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে। একই সঙ্গে বলা হয়, পশ্চিমা দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া ইহুদি গণহত্যার (হলোকস্ট) অপরাধবোধের কারণে আজও ইসরায়েলের সমালোচনায় মুখ বন্ধ রাখে।

পোস্টগুলোতে আরও বলা হয়, ইসরায়েলের বিগত কয়েক দশকের নানা কর্মকাণ্ড জাতিগত নিধন ও মানবতাবিরোধী অপরাধের সমান।

উল্লেখ্য, এসব পোস্ট পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বা আর্কাইভে পাঠানো হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে কর্নেল ম্যাককরমাকের বিরুদ্ধে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ইত্তেফাক/টিএইচ