‘অগ্রগতির ভাষা বিজ্ঞান’—এই স্লোগানকে ধারণ করে দিনাজপুর জিলা স্কুল সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ডিজেডএস গণিত উৎসব ২০২৫’।
শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে দিনব্যাপী দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে।
এই উৎসবের প্রধান লক্ষ্য তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে গণিত চর্চার আগ্রহ তৈরি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। উৎসবটিকে একটি উদ্দীপনামূলক ও আনন্দময় অভিজ্ঞতায় রূপ দিতে আয়োজন করা হয়েছে রেজিস্ট্রেশনের ভিত্তিতে অংশগ্রহণমূলক গণিত প্রতিযোগিতা।
উৎসবের একাডেমিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (BdMO)—যা দীর্ঘদিন ধরে দেশব্যাপী গণিতপ্রেমী শিক্ষার্থীদের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দিনাজপুর অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন দিনাজপুর বন্ধুসভা এই আয়োজনে ভলেন্টিয়ার হিসাবে সক্রিয়ভাবে সহায়তা করছে।
এই উদ্যোগের মাধ্যমে দিনাজপুর জেলার শিক্ষা-পরিমণ্ডলে গণিতভিত্তিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হবে বলে আয়োজকদের প্রত্যাশা।