মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা

আপডেট : ২০ জুন ২০২৫, ১৯:৩৬

ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা।

আল জাজিরা জানিয়েছে, অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, রাজধানীর সদর সিটিতে হাজার হাজার ইরাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাগদাদের রাস্তায় হাজার হাজার ইরাকি জনতা। ছবি: সংগৃহীত

এদিকে, একই দিন ইয়েমেনেও ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের যুদ্ধাপরাধের নিন্দা জানায়।

এছাড়া জুমার নামাজ শেষে আজ ইরানের রাস্তায়ও নেমেছে হাজার হাজার জনতা। প্রেস টিভি জানিয়েছে, রাজধানী তেহরানে কয়েক হাজার মানুষ এঙ্গেলাব স্কোয়ারে অবস্থিত তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম তেহরানের প্রতীকী আজাদী টাওয়ারে মিছিল করে। এছাড়া মাশহাদ, ইসফাহান, তাবরিজ, কোম, শিরাজ, কাজভিন, ইয়াজদ এবং গিলানসহ শহরগুলোতে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরানের রাস্তায় নেমেছে হাজার হাজার জনতা। ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা হুমকি উপেক্ষা করে শহীদদের ছবি বহন করে এবং ইহুদিবাদী সরকার ও তার পশ্চিমা সমর্থকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয়।

'জায়নিস্ট শাসনের মৃত্যু হোক', 'আমেরিকান ঔদ্ধত্যের মৃত্যু হোক', এবং 'শহীদরা দীর্ঘজীবী হোক' স্লোগানগুলো অহংকারী শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে বাতাসে প্রতিধ্বনিত হয়। সকল স্তরের মানুষ, সকল বয়সের প্রতিনিধিত্বকারী জায়নিস্ট শাসনব্যবস্থা এবং তার সাম্রাজ্যবাদী মিত্রদের মোকাবেলা করার জন্য একটি নতুন সংকল্প প্রদর্শন করে।

ইত্তেফাক/এসকে