রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট : ২১ জুন ২০২৫, ১৫:৪৪

ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে অধিকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলে হামলা সম্পর্কিত ১৫তম বিবৃতিতে শনিবার (২১ জুলাই) আইআরজিসি জানায়, তারা ট্রু প্রমিজ অপারেশন ৩-এর ১৮তম ধাপ শুরু করেছে। এ হামলায় শাহেদ ১৩৬-এর মতো অসংখ্য আত্মঘাতী ও যুদ্ধ ড্রোন; সেই সঙ্গে নির্ভুল কঠিন-জ্বালানি এবং তরল-জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

বিবৃতি অনুসারে, আইআরজিসি বেন গুরিওন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোতে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।

এতে আরও বলা হয়, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েলি সরকারের সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ আক্রমণের সময় দশটি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

 

 

ইত্তেফাক/এসকে