মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানের বুশেহর প্রদেশে সন্দেহভাজন ৯ জন মোসাদ গুপ্তচর আটক

আপডেট : ২১ জুন ২০২৫, ২১:২৮

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার এবং জনসাধারণের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ইরানের বুশেহর প্রদেশে ৯ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জুন) ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বুশেহরের নিরাপত্তা প্রধান হায়দার সুসানি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তাসনিম নিউজকে বলেন, তদন্তের পর আটককৃতদের জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং সামাজিক মনোবলকে লক্ষ্য করে ইসরায়েলকে সমর্থন করার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে একই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মোসাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার কাজে যুক্ত ছিলেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গ্রেপ্তারদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে।

ইত্তেফাক/এসকে