শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

নাগরিকদের আধুনিক ডাটাবেস তৈরিতে ডিএমপির উদ্যোগ

আপডেট : ২২ জুন ২০২৫, ০১:৩০

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে "নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫"। ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি, যার মূল লক্ষ্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক নাগরিক ডাটাবেস তৈরি করা।

ডিএমপি ওয়ারী বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ”— এই স্লোগানকে সামনে রেখে নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি যারা পূর্বে তথ্য দিয়েছেন কিন্তু বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্যও হালনাগাদ করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে শুধুমাত্র বাড়ির মালিক ও ভাড়াটিয়া নয়, পরিবারের অন্যান্য সদস্য যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী, ড্রাইভার ইত্যাদির তথ্যও সংগ্রহ করা হচ্ছে। উদ্দেশ্য—একটি নির্ভুল, নির্ভরযোগ্য ও পরিপূর্ণ তথ্যভাণ্ডার গড়ে তোলা, যা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

সপ্তাহটি সফল করতে ওয়ারী বিভাগ সকল নাগরিককে তথ্য প্রদানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

 

ইত্তেফাক/এমএএম