কয়েক দিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এবার আরও এক লিগে ডাক পেয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে খেলবেন সাকিব। টি-টেন ফরম্যাটের ৮ দলের এই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। সাকিবের এই টুর্নামেন্টে খেলার কথা ইন্সটাগ্রামে জানিয়েছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ।
অবশ্য সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিব ছাড়াও খেলবেন মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরাদের মতো তারকারা।
আগামী ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে মাঠে গড়াবে ৮ দলের ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যা চলবে এক সপ্তাহব্যাপী। ২৩ জুলাই মাঠে গড়াবে এই টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।
উল্লেখ্য, গেল বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। এরপর ক্রিকেট থেকে দূরে ছিলেন এই অলরাউন্ডার। পরবর্তীতে অ্যাকশন শুধরে খেলতে নেমেছিলেন পাকিস্তান সুপার লিগে(পিএসএল)।