শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মানিকগঞ্জে ফ্যাক্টরীর নিরাপত্তা দেয়াল ভাঙ্গার অভিযোগে গ্রেপ্তার ১৬

আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:২৯

মানিকগঞ্জের সাটুরিয়ায় পিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন লি: এর নিরাপত্তা দেয়াল ভাঙ্গার অভিযোগে নারী পুরুষসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

শনিবার (২১ জুন) রাতে উপজেলার মধ্য গোলড়া ও আশে পাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জন নারী ৬ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ মো: শাহিনুল ইসলাম।

গ্রেফতাকৃত আসামীরা হলো-গোলড়া মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলাম (৩৮), নুর মোহাম্মদ (৪০) নজরুল ইসলাম (৪৫), আরফান শিকদার (৪২), রফিকুল ইসলাম (৫০), মোঃ খোয়াজ (৫০), ছাহেরা বেগম (৫০), লিলি বেগম (৫০), রাজিয়া বেগম (৪৮), শাহেদা বেগম (৫২), মমতাজ বেগম (৩৫), আশাতুন বেগম (৫০), রেনু বেগম (৫০), জাহেদা বেগম (৫০), ফরিদা বেগম (৪৫) ও মমতাজ বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য গোলড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে একটি রাস্তা ব্যবহার করে হেঁটে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াত করতেন। ২০০৭ সালে এই রাস্তাটির পূর্ব পাশে সীমা অ্যাপারেলস লিমিটেড এবং ২০১৫ সালে পশ্চিম পাশে পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি বড় কারখানা গড়ে ওঠে।

২০১৫ সালে পিল ইঞ্জিনিয়ারিং তাদের কারখানার নিরাপত্তার স্বার্থে চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করলে স্থানীয়দের ব্যবহৃত রাস্তাটি বন্ধ হয়ে যায়। এতে করে এলাকাবাসীকে ৩-৪ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়, যা তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি এই রাস্তার দাবিতে গ্রামবাসী মানববন্ধন, মহাসড়ক অবরোধ এবং জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে। তবে কোনো সমাধান না হওয়ায় শুক্রবার বিকেলে উত্তেজিত গ্রামবাসী ফ্যাক্টরির নিরাপত্তা দেয়াল ভেঙে ফেলে। পরে ওই পথে রাস্তা তৈরি করে বাঁশ ও টিন দিয়ে ঘেরা দেওয়া হয়।

এ ঘটনায় সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ মো: শাহিনুল ইসলাম জানান, পিল কনস্ট্রাকশন কোম্পানির পক্ষ থেকে ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবংসেই মামলার ভিত্তিতেই শনিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএম/এএইচপি