সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মোদির সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কথোপকথনের সময় মোদি অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তির ওপর জোর দিয়েছেন।

আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরেন্দ্র মোদি মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে একটি ফোন পেয়েছেন। ফোনালাপে মোদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মোদি অবিলম্বে উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়েছেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ইত্তেফাক/এসকে/এমএএম