বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতের সবচেয়ে বড় মেডিক্যাল কলেজ কেলেঙ্কারিতে উঠে এলো ধর্মগুরুর নাম

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৯:২৫

ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দেশটির ইতিহাসের সবচেয়ে বড় মেডিক্যাল কলেজ কেলেঙ্কারির একটির রহস্যের জোট উন্মোচন করেছে। এতে দেখা গেছে, একাধিক রাজ্যজুড়ে বিস্তৃত এই কেলেঙ্কারিতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে একজন ধর্মগুরুও জড়িত।

শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারতের চিকিৎসা-শিক্ষা ব্যবস্থার দুর্নীতি উন্মোচনকারী এই চাঞ্চল্যকর তদন্তে দেশব্যাপী একটি 'ঘুষ চক্রের উন্মোচন' হয়েছে।

তালিকায় ডিপি সিং (প্রাক্তন ইউজিসি চেয়ারম্যান এবং বর্তমান টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের চ্যান্সেলর), স্বঘোষিত ধর্মগুরু রাওয়াতপুরা সরকার, ইন্দোরের ইনডেক্স মেডিকেল কলেজের সুরেশ সিং ভাদোরিয়া এবং কর্মকর্তা ও দালালদের একটি বিশাল নেটওয়ার্কের মতো শীর্ষস্থানীয় নাম রয়েছে।

ধর্মগুরু রাওয়াতপুরা সরকার। ছবি: সংগৃহীত

সিবিআই তাদের এফআইআরে ৩৫ জনের নাম উল্লেখ করেছে, যার মধ্যে অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার সঞ্জয় শুক্লা রয়েছেন, যিনি ভারতীয় রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (আরইআরএ) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া ছত্তিশগড় বন বিভাগের প্রাক্তন প্রধান এবং পিসিসিএফ শুক্লা রাওয়াতপুরা গ্রুপের সঙ্গে ট্রাস্টির ভূমিকায় যুক্ত। তবে এখন পর্যন্ত এই মামলায় শুধুমাত্র একজনকে, পরিচালক অতুল তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/এসকে