শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

অপহূত স্কুলছাত্রীকে ফিরিয়ে আনা যায়নি পাঁচ মাসেও

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৪৭

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দশম শ্রেণির ছাত্রী অপহরণের পর ভারতে পাচারের অভিযোগে মামলার পাঁচ মাসেও তাকে ফেরত আনা যায়নি। মেয়েকে ফেরত পেতে ঐ ছাত্রীর মা-বাবা প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিন্নাত আলী জানান, ঐ ছাত্রীকে দেশে ফেরত আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন জানান, সর্বশেষ রংপুর পুলিশ সুপারের মাধ্যমে ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বিষয়টির বিস্তারিত জানানো হয়েছে।

থানার মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১৪ নভেম্বর একটি মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে রাব্বি হোসেন (২২) নামের এক যুবক ঢাকায় নিয়ে যান। তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মানিক হোসেন এ কাজে তাকে সহযোগিতা করেন বলে পুলিশ জানায়। পরে চার মাস ঢাকায় বিভিন্ন স্থানে রাখার পর ঐ ছাত্রীকে কৌশলে ভারতে পাচার করেন তারা। ঐ ছাত্রী ভারত থেকে গত ২৫ মে তার বাবাকে মুঠোফোনে বিস্তারিত ঘটনা জানায়। সে জানায়, ভারতের পুলিশের হাতে সে ধরা পড়লে পুলিশ তাকে সেখানকার হরিয়ানা রাজ্যের পানিপথ নামের একটি সেফ হোমে রাখে। সেখান থেকেই ফোন করে সেই ছাত্রী।

এরপর ঐ ছাত্রীর মা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ আইনে রাব্বি হোসেন, মানিক হোসেনসহ পাঁচ জনকে আসামি করে চলতি বছরের ১৯ জুন তারাগঞ্জ থানায় মামলা করেন। তারাগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিয়ে ভারতের পুলিশের সঙ্গে মুঠোফোনে কয়েকবার কথাও বলেছেন।

ঐ ছাত্রী ভারতে একটি সেফ হোমে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ২০ জুন তারাগঞ্জের স্থানীয় বিড়াবাড়ির বাজার থেকে মানিক হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়।