শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্মলেন্দু গুণের হাতে লেখা কবিতা লাখ টাকায় বিক্রি!

আপডেট : ০৯ মে ২০২০, ১২:৪৭

কবি নির্মলেন্দু গুণের হাতে লেখা একটি কবিতা লাখ টাকায় নিলামে বিক্রি হলো। গত ৬ মে বুধবার রাত সাড়ে দশটায় কবি নির্মলেন্দু গুণের হাতে লেখা ‘তোমার চোখ এতো লাল কেন’ কবিতাটি নিলামের মাধ্যমে ৯৯ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হয়।

কবিতা কিনে নেয়া সায়মা মাশরুর কবিকে একলাখ টাকার চেক প্রদান করেন। করোনাক্রান্ত দুর্গতদের সাহায্য করার উদ্দেশ্যে 'Auction 4 Acton' দুটি মানবিক সেবা সংগঠনকে এই অর্থ প্রদান করেছে। আর সেই সংস্থা দুটি হচ্ছে-  ‘ফ্রেন্ড ফাউন্ডেশন’ এবং 'লাইফ স্টক অ্যাডভান্সমেন্ট’।

ইতোপূর্বে  ১৯৯৫ সালে কবি শামসুর রাহমান কানাডা সফরে আসেন। তখন তাঁর ১২টি কবিতা অবলম্বনে সিল্ক পেপারে স্কেচ করেন শিল্পী আমিনুল হক এবং সবকটিই কাব্যে সমৃদ্ধ শিল্পকর্ম বিক্রি হয়ে যায়। যা টরন্টোতে কবি ইকবাল হাসান, কাজী খসরু, জর্জ রয়সহ অনেকের সংগ্রহে রয়েছে।
 

ইত্তেফাক/আরকেজি