শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫

রাজধানীর কাওরান বাজার ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে রাজধানীর কারওয়ান বাজার ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রকিবুল হোসেন জানান, রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে কাওরান বাজার ফ্লাইওভারের নিচে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে যায়। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ওই ট্রাকের ভেতরে থাকা ঐ ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে ঢাকা কমলাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়েছে।

আরও পড়ুন: বাড়িভাড়া নির্ধারণ সম্পর্কিত ধারার বৈধতা নিয়ে রুল

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসস

ইত্তেফাক/কেকে