শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার সুযোগে মাস্ক পরে চুরি

আপডেট : ০৭ জুন ২০২০, ০৩:৫৪

করোনা ভাইরাস প্রতিরোধে এখন সবার মুখে মাস্ক। কেউ মাথায় পরছেন পাতলা কাপড়ের টুপি। মুখমণ্ডলে পরছেন ফেসশিল্ড। ফলে পরিচিত হলেও তাত্ক্ষণিক কেউ কাউকে চিনতে পারছেন না। এই সুযোগটি নিয়ে সম্প্রতি রাজধানীতে একটি চুরি সিন্ডিকেট গড়ে উঠেছে। করোনা প্রতিরোধের সুযোগ নিয়ে মাস্ক, পাতলা কাপড়ের টুপি ও ফেসশিল্ড পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করছে।

গত ৩ মে রাত ২টা ৩০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ৪১৬, মীর হাজীরবাগের মনোয়ারা মেডিক্যাল হলের সাটার খুলে দুই জন মাস্ক পরিহিত ব্যক্তি প্রবেশ করেন। দোকানের সাটার অর্ধেক ওঠানো ছিল। বাইরে সিলভার রঙের একটি প্রাইভেট কার দাঁড়ানো। ঐ দুই ব্যক্তি দোকান থেকে ওষুধের কার্টুন জড়ো করে প্রাইভেট কারে তুলতে থাকে। প্রায় ৫ মিনিট ধরে চুরি করে তারা বের হওয়ার সময় সাটার নামিয়ে দেয়। এই দোকানের মালিক মুহাম্মদ মুনীর হুসাইন রাত ৪টার দিকে ঐ এলাকার সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পান যে তার দোকানে চুরি হয়েছে। তার দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ওষুধ ও ক্যাশ বাক্সে রাখা ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় একটি চুরির মামলা করেন। পুলিশ দোকানে এসে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে যায়। ভিডিও ফুটেজে মাস্ক পরিহিত দুই চোরকে দেখে পুলিশ আর শনাক্ত করতে পারেনি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ ধরে ঐ এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। কেউই ঐ দুই চোরকে শনাক্ত করতে পারেনি। ওরা প্রাইভেট কার নিয়ে চুরি করেছে বলে ধারণা করছি যে এই সিন্ডিকেট যাত্রাবাড়ী এলাকা নয়, তারা ঢাকা শহরে এভাবে চুরি করছে। আমরা এ ব্যাপারে ডিবি পুলিশের সহায়তা নিচ্ছি।

আরো পড়ুন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালিবাগ চৌধুরী পাড়ায় ডিআইটি সড়কে একটি মোবাইল ফোন ও ল্যাপটপের দোকানের সাটারের তালা কেটে সাত-আট জন চোর ল্যাপটপ, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে একটি গাড়িতে করে নিয়ে যায়। ঐ দোকানের ভিডিও ফুটেজ পুলিশ পর্যবেক্ষণ করে দেখতে পায়, বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মাস্ক পরিহিত কয়েক জন যুবক তালা কেটে চুরি করে। তখনো রাস্তা ও ফুটপাত দিয়ে লোকজন চলাচল করছে। এ সময় কেউ বাইরে দাঁড়িয়ে গল্প করছে, আর কেউ চুরির কাজটি করছে। তালা কেটে সাটার অল্প উচ্চতায় তুলে ভেতরে ঢুকে পড়ে চোর। তাদের মুখে মাস্ক থাকায় শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

এ ব্যাপারে রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস গতকাল বলেন, ভিডিও ফুটেজ খুবই স্পষ্ট। তাদের মুখে মাস্ক থাকায় খুব একটা চেনা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/এএএম