বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:৩০

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।

আরও পড়ুন: রাজধানীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৮

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু, ছোরা, হাইড্রোলিক কাটার, তালা ভাঙ্গার রড, হাতুড়ি, গ্রিল ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।’

আরও পড়ুন: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৯

ডিবির ৩২ টি টিম একযোগে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শীতকালে দোকান, বাসাবাড়ি, বিপণি বিতানে ডাকাতি ও চুরি বেড়ে যায়। এটা প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।’ 

বিশেষ করে কারও বাসায় নতুন দারোয়ান বা মালি নিয়োগ দিলে, তা যেন নিকটবর্তী থানাকে জানানো হয়। তাহলে বাসা-বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা কমে আসবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম