শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও ছড়াতে পারেন করোনা ভাইরাস!

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৯:২৪

করোনার ভ্যাকসিন নেয়ার পরেও একজন ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক জোনাথান ভ্যান-ট্যাম। আর তাই লকডাউন মেনে চলতে পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ভ্যান-ট্যাম বলেন,  সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো জানেন না। ভ্যাকসিন দেওয়া হোক আর না হোক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকরী নয়। তাই প্রতিরোধের পুরোপুরি নিশ্চিয়তা দেয়া যায় না।

আরও পড়ুন: ভ্যাকসিন নিয়েও করোনা পজিটিভ হওয়াতে ‘ক্ষুব্ধ’ ব্রিটিশ নার্স

অধ্যাপক ভ্যান-ট্যাম  আরো বলেন, ভ্যাকসিন নেয়ার দুই থেকে তিন সপ্তাহ পরেও কেউ ভাইরাসে সংক্রমিত হতে পারেন। তাই বয়স্ক ব্যক্তিদের ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য অন্তত তিন সপ্তাহ অপেক্ষা করা ভালো।

ইত্তেফাক/এআর