শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকুন্দিয়ায় একই পরিবারের ৫জনসহ করোনায় নতুন আক্রান্ত ৭

আপডেট : ০৪ জুন ২০২০, ১৫:৩৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে একই পরিবারের পাঁচজন আছেন বলে জানা গেছে। এ নিয়ে উপজেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জন। 

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার দৈনিক ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন। 

ডা. ছাত্তার জানান, গত ২৯ মে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৯ টি নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সকালে  প্রাপ্ত রিপোর্টে সাতজনের  করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। আক্রান্তদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হন। পরে তার স্ত্রী, দুই ছেলে, ছেলের স্ত্রী ও পাঁচ বছর বয়সী শিশুও করোনা শনাক্ত হয়েছে। অপর দুজন যুবক। তারা দুজনই পৌর এলাকার বাসিন্দা। আক্রান্তরা হোম আইসোলেশনে আছে। 

তিনি আরও জানান, আজ অব্দি এ উপজেলায় মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। 

ইত্তেফাক/এসি