কিংবদন্তিদের মিলন মেলা

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ফাইনাল আসরে ছিলো কিংবদন্তীদের উপস্থিতি
স্পোর্টস ডেস্ক০৪:২৮, ১৫ জুলাই, ২০১৯ | পাঠের সময় : মিনিট
একসময় এই লর্ডসও মাতিয়েছেন তাঁরা। সারা বিশ্ব কাঁপিয়ে বেড়ানো সেই কিংবদন্তিরা এখন স্মৃতি হয়ে গেছেন। গতকাল লর্ডস ফাইনাল উপলক্ষ্যে এক হয়েছিলেন ক্লাইভ লয়েড, শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্নরা।
আরও পড়ুন: বিভিন্ন সেনানিবাসে নানা প্রজাতির দুই লাখ বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
গতকাল ফাইনালের পাশাপাশি তাদের উপস্থিতিও কম আনন্দ দিল না: এএফপি
ইত্তেফাক/নূহু