শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাবি থেকে পালিয়েছে ৫ নেপালি শিক্ষার্থী

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালের ৫ শিক্ষার্থী পালিয়ে গেছে। গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমেটরির কর্তৃপক্ষকে না জানিয়ে তারা চলে যান বলে জানা গেছে। 

 

গত সোমবার বিভিন্নভাবে খোঁজখুজি পর না পেয়ে ডরমিটরির ওয়ার্ডের অধ্যাপক আশাদুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। 

 

পালিয়ে যাওয়া ৫ নেপালি শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী লিলা জুং রায়া মাঝি। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

 

আনন্দ কুমার সাহা নামে এক শিক্ষার্থী জানান, চলে যাওয়া ৫ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে না। এজন্য তারা নেপালে চলে গেছে। 

 

ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘চলে যাওয়া শিক্ষার্থীরা প্রথম থেকেই অনিয়মিত ছিল। বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে পড়ালেখার প্রতিযোগিতায় টিকতে না পারায় তারা চলে যেতে পারে।’ 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার বিষয়টি আমাকে লিখিত জানানো হয়েছে। বিষয়টি একাডেমিক শাখা সংশ্লিষ্ট হওয়ায় সেখানকার দায়িত্বরত উপ-রেজিস্ট্রারকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ  করবে।’ 

আরো পড়ুন : নিখোঁজ শিক্ষকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, ‘তারা কেন বিশ্ববিদ্যালয়ে পড়বে না এ বিষয়ে আমাকে কিছুই জানায়নি। এ ছাড়া তারা ভর্তিও বাতিল করেনি। তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসে তাহলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’

 

 

ইত্তেফাক/ইউবি