শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:১৭

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড একোয়াকালচার অনুষদের  আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে র‌্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিশারিজ অনুষদের ডিন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক, বিভিন্ন অনুষদের ডিন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে  মূল প্রবন্ধ পাঠ করেন, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক হাসান আহাম্মেদ চৌধুরী। 

আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, মা-মেয়ে নিহত

প্রধান অতিথির বক্তব্যে মো. রইছউল আলম মণ্ডল বলেন, ‘টেকসই প্রযুক্তি ব্যবহারের  মাধ্যমে মৎস্য সেক্টরকে এগিয়ে নিতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়াতে হবে। টেকনিক্যাল বিষয় গুলোতে সরকারকে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শ নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।’

ইত্তেফাক/অনি