বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা সচেতনতায় ফেরদৌস-নুসরাত ফারিয়া

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:৪৭

করোনা সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে কাজ করলেন ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। সম্প্রতি বনানী, উত্তরা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে।

এ বিজ্ঞাপনে কাজের প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘করোনোর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনাকে রুখতে পারে স্বাস্থ্য সচেতনতা। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, মানুষকে একটু হলেও সচেতন করবে বিজ্ঞাপনচিত্রটি।’

ফারিয়া বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে একমঙ্গে বহুবার পারফর্ম করেছি। বিজ্ঞাপনে এই প্রথম। এতে দর্শক আমাদের নতুনরূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে।’

নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও ফেরদৌস ও নুসরাত ফারিয়া সম্প্রতি রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’র ঈদের বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন। যেখানে তাদের কাজ হলো চেখে দেখা ও মন্তব্য করা। এটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন